আমি তখন পড়ি রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুরে।
১৯৯৯ সালের ব্যাচের ছাত্র আমরা।
প্রতিদিনের মতোই ছিল সেই দিনটা...
ভোর ৫টা—ঘুম থেকে উঠে পিটি, তারপর স্টাডি হল,
ব্রেকফাস্ট সেরে স্কুল,
দুপুরে ফিরে স্নান করে লাঞ্চ, আবার স্কুল।
বিকেলে খেলাধুলো, সন্ধ্যায় খাওয়া, স্টাডি হল, তারপর ডিনার...
সেই রুটিনে বাঁধা জীবন, যেন একটা ছকে বাঁধা ঘড়ি টিক টিক করে চলছে।
রাতে ঘরে ফিরে রুমমেটদের সঙ্গে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, টেরও পাইনি। 😴
🌙 সেই রাতেই স্বপ্ন দেখলাম...
ঘুমের মধ্যেই যেন চারপাশ আলোয় ভরে উঠছে...
সকালের মতো আলো, অথচ আমি ঘুমিয়ে।
হঠাৎ শুনতে পেলাম—
বাইরে ভীষণ হইচই!
দৌড়ে জানলার কাছে গেলাম,
আর যা দেখলাম, তা আজও ভুলতে পারিনি...
আমাদের ভবনের পাশের পুকুরটাতে একটা বিশাল 🐋 তিমি মাছ এসে হাজির!
সেটা পুরো পুকুর জুড়ে ছড়িয়ে আছে!
আর সবচেয়ে আশ্চর্যের কথা...
সেই তিমি মাছ মানুষের মতো কথা বলছে! 😱
না... শুধু কথা না—
ওটা তো গায়ত্রী মন্ত্র পাঠ করছে!
“ওঁ ভূর্ভুবঃ স্বঃ... তৎ স্য বিতুর বরেণ্যম্...”
সবাই তো আতঙ্কে!
তিমি মাছ আবার মন্ত্র কীভাবে জানে!
মিশনের হেডমাস্টার মহারাজ পর্যন্ত চলে এলেন ঘটনাস্থলে।
কি হচ্ছে এসব?
কেউ বোঝার চেষ্টা করছে, কেউ আবার ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে...
অনেকে প্রশ্ন করলো, কিন্তু মাছ কোনও উত্তর দিল না।
শুধু একটানা সেই একই গায়ত্রী মন্ত্র...
পুকুরের জলে প্রতিধ্বনি তুলে চলেছে।
ভেবেছিলাম, হয়তো কোথা থেকে মন্ত্রটা আসছে...
কিন্তু তাকিয়ে দেখি—সেই তিমি মাছটাই পাঠ করছে! 😳
💥 ঘুম ভাঙলো আমার হঠাৎ!
বাইরে এখনো হৈচৈ চলছেই।
আমি ভাবলাম—সত্যিই কিছু ঘটছে বুঝি!
আমরা থাকতাম গ্রাউন্ড ফ্লোরে,
ঘর নম্বরটা এখন মনে নেই, কিন্তু তখন ছুটে গেলাম বাইরে...
শুধু গামছা পরে! 😅
তখনই শুনলাম—
তিমি মাছটা মহারাজকে বলছে—
“একজন জেলে-ব্রাহ্মণ দরকার।
সে গামছা পরে এসে, আমার কানে কানে গায়ত্রী মন্ত্র বলবে—
তাহলেই আমি মুক্ত হবো।
না হলে যেতে পারবো না।
আমি হঠাৎ করে বঙ্গোপসাগর থেকে টেলিপোর্ট হয়ে এখানে চলে এসেছি। কিভাবে এসেছি, নিজেও জানি না!”
আমি তো শুনে অবাক!
ভাবলাম—আমি তো ব্রাহ্মণ...
আর একসময় বাবার সঙ্গে জেলেবৃত্তিও করতাম...
মানে—আমি তো জেলে-ব্রাহ্মণ দুটোই!
কিন্তু ভয়ে বুক ধড়ফড় করছে...
তবু শেষমেশ একটা মই আনা হলো,
আর সবাই মিলে সেই মইটা তিমির কানের পাশে রাখা হলো...
আমি তখন গামছা পরে, খালি গায়ে,
ধীরে ধীরে সেই তিমির গায়ে উঠলাম...
একবার উঠছি, আবার পিছলে পড়ে যাচ্ছি...
শেষমেশ সাহস করে উঠে দাঁড়ালাম।
🕉️ গায়ত্রী মন্ত্র পাঠ করলাম... প্রায় ২ মিনিট ধরে।
“ওঁ ভূর্ভুবঃ স্বঃ... তৎ স্য বিতুর বরেণ্যম্...”
আর ঠিক তখনই—
তিমি মাছটা হঠাৎ ভ্যানিশ!
একটা মশা হয়ে উড়ে গেল! 😨
😳 পরের দৃশ্যে দেখি—আমি একটা ঝর্ণার পাশে স্নান করছি...
ঠান্ডা জলে নিজের শরীর ধুচ্ছি,
আর দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে—
“এই দীপক! ওঠ!”
চোখ খুলে দেখি—
স্যার একটা বালতি জল ঢালছেন মুখের উপর!
ঘুম ভাঙলো...
আমি তখনো বিছানায়...
আর দেরি হয়ে গেছে পিটি-তে যাওয়ার জন্য।
হকচকিয়ে উঠলাম।
একটু বসে ভাবলাম—
কি দেখলাম আমি??
💭 বুঝলাম—সবটাই ছিল একটা স্বপ্ন।
আজ ২২ বছর পর,
আমি সেই অলৌকিক স্বপ্নটা লিখে ফেললাম।
আপনার জীবনেও কি কখনও এমন কিছু ঘটেছে?
অথবা এমন কোনও অদ্ভুত স্বপ্ন দেখেছেন, যা আজও ভোলেননি?
কমেন্টে জানাতে ভুলবেন না...
আর যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে একটা ❤️ দিয়ে দিন।
📌 লেখক: TheMuskManWorld
📢 Follow us for more such contents.
#DreamStory #TimiMachh #NarendrapurMission #GayatriMantra #TheMuskManWorld #BengaliBlog #StrangeDream #BengaliMystery #StoryTime
QuizHub is a robust and scalable online exam system designed to manage categories, quizzes, and multiple-choice questions. It offers an intuitive and interactive platform that helps prepare candidates for exceptional performance while streamlining the assessment process.